ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস কে এইচ বি সিকিউরিটিজ লিমিটেড (ট্রেক–১৪৩)–এর বিরুদ্ধে অনিয়ম ও আইন লঙ্ঘনের অভিযোগে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম খতিয়ে দেখতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৬০ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে সম্প্রতি এ সংক্রান্ত আদেশ জারি করা হয় এবং তা কে এইচ বি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক/সিইও–এর কাছে পাঠানো হয়েছে।

কমিশন সূত্রে জানা যায়, আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড (আইএলএফএল) থেকে ৮ কোটি টাকার অনিরাপদ ঋণ গ্রহণ করেছে কে এইচ বি সিকিউরিটিজ। অভিযোগের সত্যতা যাচাই ও প্রতিষ্ঠানের অন্যান্য আর্থিক অনিয়ম তদন্ত করবে কমিটি।

তিন সদস্যের কমিটিতে রয়েছেন— মো. ইউসুফ ভূঁইয়া, অতিরিক্ত পরিচালক, বিএসইসি, মো. কামাল হোসেন, সহকারী পরিচালক, বিএসইসি, মোহাম্মদ ইকরাম হোসেন, ব্যবস্থাপক, ডিএসই।

বিএসইসির আদেশ অনুযায়ী তদন্ত কমিটি নিম্নোক্ত বিষয়গুলো যাচাই করবে-চুক্তিবিহীনভাবে আইএলএফএল থেকে নেওয়া ৮ কোটি টাকার অনিরাপদ ঋণ, যাচাইযোগ্য নয় এমন লিজ অ্যাকাউন্টের সমন্বয়, ২০ কোটি ৩০ লাখ টাকার অ-উদ্ধৃত শেয়ারে অনিরাপদ বিনিয়োগ, শেয়ারহোল্ডার পি অ্যান্ড এল ইন্টারন্যাশনাল লিমিটেড–এর মাধ্যমে সম্ভাব্য নিয়ন্ত্রক ঝুঁকি, ২০১৯ সালের মার্চ থেকে আরজেএসসি ফাইলিংসহ বিভিন্ন নন–কমপ্লায়েন্স

অন্যান্য আর্থিক অনিয়ম ও প্রাতিষ্ঠানিক ঝুঁকি

বিএসইসি মনে করছে, পুঁজিবাজারের স্থিতিশীলতা ও সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কে এইচ বি সিকিউরিটিজের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো তদন্ত করা প্রয়োজন। এ কারণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯–এর সেকশন ২১ এবং বিএসইসি আইন, ১৯৯৩–এর ধারা ১৭(ক) অনুযায়ী অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে।

Share.
Exit mobile version