পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি অগ্নি সিস্টেমস পিএলসি ও ফাইন ফুডস লিমিটেডের শেয়ার কারসাজির মাধ্যমে কৃত্রিমভাবে দাম বাড়ানোর অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩ কোটি ৪৮ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের মাধ্যমে শেয়ার কারসাজির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সম্প্রতি বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন এই সিদ্ধান্ত নেয়। বিএসইসির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ২০২৪ সালের শেষের দিকে অগ্নি সিস্টেমস ও ফাইন ফুডসের শেয়ারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে বাজারে গুঞ্জন শুরু হয়। তদন্তে দেখা যায়, কোম্পানির আর্থিক বা ব্যবসায়িক উন্নতির কারণে নয়, বরং পরিকল্পিত কারসাজির মাধ্যমে শেয়ারের দাম বাড়ানো হয়। পরে সুবিধাজনক সময়ে শেয়ার বিক্রি করে মুনাফা হাতিয়ে নেয় একটি চক্র।

অগ্নি সিস্টেমসের শেয়ার কারসাজির অভিযোগে মো. সানোয়ার খানকে ১ কোটি ৫১ লাখ টাকা, মোসাম্মত আসমাউল হুসনাকে ১৫ লাখ টাকা এবং মো. আনোয়ার পারভেজ খানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তদন্তে কারসাজির নেতৃত্বে ছিলেন মো. সানোয়ার খান।

এ ছাড়া একই কোম্পানির শেয়ার কারসাজির ঘটনায় মো. আবু তাহের সিকদারকে ৬২ লাখ টাকা, উম্মে সালমা নিপাকে ২ লাখ টাকা এবং বিপ্লব শেখকে ৪ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ঘটনায় নেতৃত্ব দেন মো. আবু তাহের সিকদার। সব মিলিয়ে অগ্নি সিস্টেমসের শেয়ার কারসাজির দায়ে ছয়জনকে মোট ২ কোটি ৩৬ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে ফাইন ফুডস লিমিটেডের শেয়ার কারসাজির ঘটনায় অভিজিৎ দাসকে ৫৮ লাখ টাকা, মো. সানোয়ার খানকে ২৫ লাখ টাকা, মোসাম্মত আসমাউল হুসনাকে ৯ লাখ টাকা, মো. আনোয়ার পারভেজ খানকে ২ লাখ টাকা এবং কোম্পানিটির পরিচালক সালাউদ্দিন হয়দারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠান হিসেবে এসএসএস হোল্ডিংস লিমিটেডকে ১৭ লাখ টাকা জরিমানা করা হয়। এ ঘটনায় মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ১২ লাখ টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত অগ্নি সিস্টেমসের শেয়ারের দাম কারসাজির মাধ্যমে বাড়ানো হয়। ২৪ জুন শেয়ারের দাম ছিল ২৪ টাকা ৪০ পয়সা, যা ৯ অক্টোবর বেড়ে দাঁড়ায় ৪১ টাকা ৩০ পয়সায়। চার মাসে দাম বেড়েছে প্রায় ৬৯ শতাংশ।

অন্যদিকে ২০২৪ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ফাইন ফুডসের শেয়ারের দাম কারসাজির মাধ্যমে বাড়ানো হয়। ২০ অক্টোবর শেয়ারের দাম ছিল ১৫২ টাকা ৫০ পয়সা, যা ২২ ডিসেম্বর বেড়ে দাঁড়ায় ২২৮ টাকায়—দুই মাসে প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি।

বিএসইসি জানায়, অগ্নি সিস্টেমসের ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর বিভিন্ন ধারা এবং ফাইন ফুডসের ক্ষেত্রে একই আইনের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ লিস্টিং রেগুলেশনস, ২০২৫ লঙ্ঘনের দায়ে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিভাগগুলোকে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

Share.
Exit mobile version