ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন করে পুলিশ সুপার (এসপি) পদায়ন করেছে সরকার। তারা নির্বাচনকালীন দায়িত্ব পালন করবেন।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, নতুন এসপিদের দায়িত্ব অবিলম্বে কার্যকর হবে।
এর আগে, গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় লটারির মাধ্যমে ৬৪ জেলার জন্য এসপি নির্বাচন করা হয়। লটারির এ প্রক্রিয়ায় নির্বাচিত কর্মকর্তাদের এবার আনুষ্ঠানিকভাবে বিভিন্ন জেলায় পদায়ন করা হলো।
সরকার জানিয়েছে, নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখতেই নতুন এই পদায়ন।
ম্যাংগোটিভি / আরএইচ

