আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বুধবার (২৬ নভেম্বর) সকালে বিজিবি সদর দফতরে নির্বাচনী প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

সিইসি বলেন, ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিখুঁত না হলেও অনেকটা উন্নতি হয়েছে। তফসিল ঘোষণার পর পরিস্থিতি আরও ভালো হবে।

তিনি আরও জানান, নির্বাচনে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো শনাক্ত করে রেড, ইয়েলো ও গ্রিন জোন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ব্যবস্থা রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি।

সিইসি বলেন, পুলিশ, আনসার, বিজিবি ও অন্যান্য বাহিনী নিয়মিত নির্বাচনী প্রশিক্ষণ পরিচালনা করছে, যা আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

জাতির প্রতি অঙ্গীকার পূরণ করে একটি নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন প্রধান নির্বাচন কমিশনার।

Share.
Exit mobile version