২০২৬ সালে রোজা শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যোতির্বিজ্ঞান সমিতি। তাদের হিসাব অনুযায়ী, আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের একটি প্রতিবেদনে জানানো হয়, আমিরাতের জ্যোতির্বিজ্ঞান সমিতির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন-১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজানের চাঁদ আগামী ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেখা যেতে পারে। তবে সেদিন সন্ধ্যায় চাঁদ দেখা কঠিন হওয়ায় রমজান শুরু হওয়ার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ধরা হচ্ছে, যা ৩০ দিন চলতে পারে।
আরব জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, রোজা ৩০ দিন হলে আমিরাতের বাসিন্দারা চার দিনের ছুটি পাবেন। সম্ভাব্য ছুটির তারিখ ১৯ মার্চ (বৃহস্পতিবার) থেকে ২২ মার্চ (রবিবার) পর্যন্ত। এরপর ২৩ মার্চ (সোমবার) থেকে আবার অফিস কার্যক্রম শুরু হবে।
পবিত্র ঈদুল ফিতর ইসলামিক ক্যালেন্ডারের অন্যতম বৃহৎ উৎসব, যেখানে ঈদের নামাজের মাধ্যমে দিনটির সূচনা হয়। এরপর পরিবার-পরিজন নিয়ে সময় কাটানো, দান-খয়রাত ও সামাজিক অনুষ্ঠান পালনের মধ্য দিয়ে মুসলিমরা ঈদ উদযাপন করেন।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব মিললে প্রথম শাওয়াল ও ঈদুল ফিতরের দিন হবে শুক্রবার, ২০ মার্চ ২০২৬। তবে নির্ধারিত সময়ের কাছাকাছি আমিরাতের চাঁদ দেখা কমিটি চূড়ান্ত ঘোষণা দেবে।

