তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)–এর দাম ভোক্তা পর্যায়ে আরও এক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রবিবার (২ নভেম্বর) বিইআরসি ঘোষণা করেছে, নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা, যা পূর্বের তুলনায় ২৬ টাকা কম। নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

একইসঙ্গে অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত অক্টোবর মাসে বিইআরসি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১ হাজার ২৪১ টাকা করেছিল এবং অটোগ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয় ৫৬ টাকা ৭৭ পয়সা।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে প্রোপেন ও বিউটেনের দাম হ্রাস পাওয়ায় স্থানীয় বাজারেও এই সমন্বয় করা হয়েছে।

Share.
Exit mobile version