বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া মা হতে চলেছেন। প্রথম সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন তিনি ও তার স্বামী, ভারতের রাজনীতিবিদ রাঘব চাড্ডা। ইতোমধ্যেই দিল্লির এক হাসপাতালে ভর্তি হয়েছেন পরিণীতি।
রবিবার (১৯ অক্টোবর) সকালে অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। এ সময় তার সঙ্গে রয়েছেন রাঘব চাড্ডা ও উভয় পরিবারের সদস্যরা। জানা গেছে, খুব শিগগিরই তাদের জীবনে আসছে নতুন অতিথি।
গত ২৫ আগস্ট ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেছিলেন পরিণীতি, যার ওপর লেখা ছিল—‘এক যোগ এক সমান তিন’। পোস্টে তিনি লিখেছিলেন, ‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। আমরা কতটা ধন্য, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’
উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে রাজস্থানের উদয়পুরে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ে করেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।

