ময়মনসিংহের হালুয়াঘাটে মোটরসাইকেল তল্লাশির সময় এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে লিয়ন (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত লিয়ন হালুয়াঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. রুহুল আমিনের ছেলে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত সাড়ে তিনটার দিকে পৌর এলাকার পাগলপাড়া বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন।

পুলিশ জানায়, ঘটনার সময় হালুয়াঘাট পৌর এলাকায় দায়িত্বে থাকা রোমিও-১১ টিম নিয়মিত মোটরসাইকেল তল্লাশি চালাচ্ছিল। এ সময় লিয়নকে থামিয়ে তল্লাশি করতে চাইলে তিনি হঠাৎ পেছন দিক থেকে কর্তব্যরত কনস্টেবল ইজাউল হক ভূঁইয়াকে (এজাজ) লক্ষ্য করে ধারালো দা দিয়ে কোপ দেন। এতে ওই পুলিশ সদস্য গুরুতর আহত হন। হামলার পর লিয়ন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

আহত কনস্টেবল ইজাউল হককে তাৎক্ষণিকভাবে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের বাবা মো. রুহুল আমিনকে থানায় ডাকা হয়েছে। অভিযুক্ত লিয়নকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এ বিষয়ে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের ধানের শীষের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, মাদক ও বেকারত্বের কারণে এলাকায় যুব সমাজের অবক্ষয় দেখা দিয়েছে। ছেলের অপরাধের জন্য বাবাকে দায়ী করা ঠিক নয়। তবে অপরাধী যে-ই হোক, তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। সূত্র: সমকাল

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version