ঢাকাই ও টলিউড-দুই বাংলাতেই সমান জনপ্রিয়তার সঙ্গে কাজ করে যাচ্ছেন অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দক্ষতার পাশাপাশি নিজের ভিন্নধর্মী লুক ও স্টাইলে প্রায়ই নজর কাড়েন তিনি। এবারও তার ব্যতিক্রম হলো না। নতুন ফটোশুটের লুকে আবারও চর্চার কেন্দ্রবিন্দুতে এসেছেন এই অভিনেত্রী।

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) রাত ৯টা ১৪ মিনিটে নিজের ফেসবুক পেজে ৬টি নতুন ছবি শেয়ার করেন জয়া আহসান। সঙ্গে লেখেন- ‘ডোন্ট বি অ্যান অ্যাপল’। পোস্টের সঙ্গে যুক্ত করেন নার্গিসের জনপ্রিয় গান-‘পিরিতেরও পেট্রোল ঢাইলে আগুন জ্বালাইদে আমায়’। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়।

ছবিতে দেখা যায়, জয়ার পরনে পাথরের কাজ করা লাল রঙের ব্লাউজ এবং ধূসর জিন্স। লাল ব্লাউজের সঙ্গে মিল রেখে কপালে লাল টিপ, খোপায় লাল-সাদা ফুল, হাতে পাথরের চুড়ি ও বালা। রোদচশমা ও বাঁকা হাসিতে যেন আরও বেশি রহস্যময় হয়ে উঠেছেন তিনি।

সবচেয়ে বেশি নজর কাড়ে জয়ার হাতে থাকা লাল টুকটুকে আপেল-কখনও হাতে ধরে, কখনও ঠোঁটে ছুঁইয়ে পোজ দেন অভিনেত্রী। নেটিজেনরা মনে করছেন, এটি হয়তো তার আসন্ন কোনো কাজ বা ঘোষণার বিশেষ ইঙ্গিত।

চলতি বছরে ঢাকায় প্রকাশিত হয়েছে জয়ার ‘জয়া আর শারমিন’, ‘তাণ্ডব’, ‘উৎসব’ ও ‘ফেরেশতে’। কলকাতায় প্রশংসিত হয়েছে তার ‘ডিয়ার মা’ সিনেমা। এর মধ্যেই চলছে ‘অর্ধাঙ্গিনী ২’-এর প্রস্তুতি।

ভক্তদের প্রত্যাশা-জয়া আহসানের এই নতুন লুক কোনো বিশেষ প্রকল্পের ইঙ্গিত দিচ্ছে। শিগগিরই নতুন চমক নিয়ে হাজির হবেন অভিনেত্রী।

Share.
Exit mobile version