সিনিয়র সাংবাদিক ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীতে তাঁর বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আব্দুল্লাহ এক ফেসবুক পোস্টে জানান, জাতীয় প্রেসক্লাব ও বিএফইউজের সাবেক সভাপতি শওকত মাহমুদকে হঠাৎ করেই বাসার সামনে থেকে ডিবি পুলিশ তুলে নিয়ে যায়।

গত ২৫ এপ্রিল চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আত্মপ্রকাশ করে। দলের চেয়ারম্যান হন ইলিয়াস কাঞ্চন, যিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। মহাসচিব করা হয় শওকত মাহমুদকে।

এর আগে, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালে বিএনপির ভাইস চেয়ারম্যান পদ থেকে শওকত মাহমুদকে বহিষ্কার করে দলটি।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version