সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে রাজধানীর নিকুঞ্জ-১ এলাকায় সাজসজ্জার নামে রাষ্ট্রের ২৪ কোটি টাকার ক্ষতিসাধনের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৭ ডিসেম্বর) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

দুদক জানায়, অভিযোগের বস্তুনিষ্ঠতা যাচাই করেই অনুসন্ধান শুরু করা হয়েছে। আক্তার হোসেন বলেন, কমিশন কখনো ব্যক্তির পরিচয় দেখে অনুসন্ধান করে না। অভিযোগের ভিত্তিই আমাদের প্রধান বিবেচনা।

অভিযোগ অনুযায়ী, নিকুঞ্জ লেকড্রাইভ রোডের ৬ নম্বর প্লটে অবস্থিত সাবেক রাষ্ট্রপতির তিনতলা ডুপ্লেক্স বাড়ির পাশের রাস্তা ও খালসংলগ্ন এলাকায় অপ্রয়োজনীয় সাজসজ্জা, নান্দনিক ডেক, ঝুলন্ত ব্রিজ ও আধুনিক ল্যাম্পপোস্ট নির্মাণে বিপুল পরিমাণ সরকারি অর্থ খরচ করা হয়েছে। এসব অবকাঠামো ব্যক্তিগত বাসভবনের শোভাবর্ধনে ব্যবহার হওয়ায় রাষ্ট্রের প্রায় ২৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।

দায়িত্ব শেষে ২০২৩ সালের এপ্রিলে আবদুল হামিদ সপরিবারে ওই বাসভবনে ওঠেন। এখন অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ করছে দুদক।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version