পুঁজিবাজার সম্পর্কে বাস্তব ও প্রায়োগিক ধারণা অর্জন এবং শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বিএআইইউএসটি)-এর ব্যবসায় প্রশাসন বিভাগের প্রায় ৫০ জন শিক্ষার্থীর একটি দল চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) পরিদর্শন করেছে।
গত ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে চট্টগ্রামের আগ্রাবাদে অবস্থিত সিএসই কার্যালয়ে এই শিক্ষা সফর সম্পন্ন হয়। বাংলাদেশ পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নির্দেশনা অনুযায়ী এবং বিনিয়োগ শিক্ষার অংশ হিসেবে সিএসই নিয়মিতভাবে এ ধরনের শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে সিএসই’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ মাহাদী হাসান, সিএফএ; জিএম ও কনভেনার (কমোডিটি এক্সচেঞ্জ প্রোজেক্ট) মো. মর্তুজা আলম; ডিজিএম ও হেড অব ক্লিয়ারিং, সেটেলমেন্ট অ্যান্ড লিস্টিং কমপ্লায়েন্স একেএম শাহরোজ আলম; এজিএম ও হেড অব ইন্টারনাল অডিট ডিপার্টমেন্ট মোহাম্মদ বারাকাত শফি, এসিসিএ। অধিবেশনটি পরিচালনা করেন হেড অব ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস এম সাদেক আহমেদ।
বিএআইইউএসটি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের এসোসিয়েট প্রফেসর ও বিভাগীয় প্রধান ড. ফাতেমা জোহরা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফাতেমা তুজ জোহরা, লেকচারার মো. ইয়াকুব আলি, ইমরান হোসেন ও তাহসিন মামুন প্রত্যয়।
চিফ রেগুলেটরি অফিসার মোহাম্মদ মাহাদী হাসান বলেন, পুঁজিবাজার বা যেকোনো বিনিয়োগ মাধ্যমে প্রবেশের আগে সঠিক জ্ঞান ও ঝুঁকি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। বিনিয়োগের ধরণ ও ঝুঁকির মাত্রা বিবেচনা করে লক্ষ্য নির্ধারণের ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, বাংলাদেশের পুঁজিবাজারে নতুন ফিনান্সিয়াল প্রোডাক্ট নিয়ে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে, যা শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার নতুন দিগন্ত খুলে দিতে পারে।
জিএম মো. মর্তুজা আলম বলেন, আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বিনিয়োগকারী। তাই শিক্ষাজীবন থেকেই ফান্ডামেন্টাল ও টেকনিক্যাল এনালাইসিসের মতো বিষয়গুলো আয়ত্ত করা জরুরি। বিশ্লেষণভিত্তিক ছোট পরিসরের বিনিয়োগ ঝুঁকি কমাতে সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।
ডিজিএম একেএম শাহরোজ আলম বলেন, স্বল্পমেয়াদি লাভের চিন্তা বাদ দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে পুঁজিবাজারে অংশগ্রহণ করতে হবে। শিক্ষার্থীদের সম্মিলিত অংশগ্রহণই বাজারকে আরও শক্তিশালী করতে পারে।
এজিএম মোহাম্মদ বারাকাত শফি বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ সুরক্ষায় একাধিক স্তরের নজরদারি ব্যবস্থা রয়েছে। সচেতন ও জ্ঞানভিত্তিক বিনিয়োগ সিদ্ধান্ত নিলে ঝুঁকি অনেকাংশে কমে আসে।
বিএআইইউএসটি’র বিভাগীয় প্রধান ড. ফাতেমা জোহরা বলেন, কমোডিটি এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগসহ পুঁজিবাজারের উন্নয়নে সিএসই অগ্রণী ভূমিকা পালন করছে। শিক্ষার্থীদের জন্য এ ধরনের শিক্ষা সফর ভবিষ্যতে পুঁজিবাজারে যুক্ত হওয়ার প্রথম ধাপ হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের পুঁজিবাজারে বিদ্যমান এবং ভবিষ্যতে চালু হতে যাওয়া কমোডিটি ডেরিভেটিভসসহ বিভিন্ন আর্থিক পণ্যের বিষয়ে শিক্ষার্থীদের অবহিত করেন এবং আর্থিক পরিকল্পনা ও ঝুঁকি ব্যবস্থাপনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
ম্যাংগোটিভি /আরএইচ

