সাংবাদিকদের শুধু সাংবাদিকতার ওপর নির্ভর না করে বিকল্প আয়ের ব্যবস্থা রাখার আহ্বান জানিয়েছেন দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান। তিনি বলেন, সাংবাদিকতার স্বাধীনতা বজায় রাখতে হলে অর্থনৈতিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত গণমাধ্যম সম্মিলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন। সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদ যৌথভাবে এই সম্মিলনের আয়োজন করে।
শফিক রেহমান বলেন, ‘আপনারা বিকল্প কোনো পেশারও ব্যবস্থা করুন। আমাকে যদি আজকে বিতাড়িত করা হয়—যেমন আগে বহুবার করা হয়েছিল। এরশাদের আমলেও হয়েছি, হাসিনার আমলেও হয়েছি। কিন্তু আমি জানতাম, বিশ্বের যেখানেই যাই না কেন, চাটার্ড অ্যাকাউন্ট হিসেবে আমি কাজ পাবো-পেয়েছিও।’
তিনি আরও বলেন, সাংবাদিকতার ওপর পুরোপুরি নির্ভর করলে একসময় লেখার স্বাধীনতা হারানোর ঝুঁকি থাকে। ‘যে কারও বিরুদ্ধে লেখার স্বাধীনতা অর্জন করতে হবে। সাংবাদিকতার ওপর নির্ভর করলে একদিন আপনি ‘দালাল’ নামে অভিযুক্ত হতে পারেন,’—উল্লেখ করেন তিনি।
সাংবাদিকদের ঐক্যের বিষয়ে তিনি বলেন, ‘আমি চাই সব সাংবাদিক ঐক্যবদ্ধ হোক। কিন্তু ঐক্যবদ্ধ হতে হলে বিকল্প দক্ষতা থাকতে হবে, যেন সাংবাদিকতায় না থাকলেও অন্য কিছুর ওপর নির্ভর করা যায়।’
জীবনের বাস্তবতার কথা তুলে ধরে তিনি বলেন, ‘মাসের শেষে টাকাটাই মূল কথা। সংসার চালাতে হয়, সন্তানের স্কুলের খরচ দিতে হয়। এই আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য চিন্তা করতে হবে এখন থেকেই।’
এক্ষেত্রে বই পড়ার ওপর গুরুত্বারোপ করে শফিক রেহমান বলেন, ‘অনেক বই পড়ুন। বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠুন। তাহলেই সাংবাদিকতার বাইরে থাকলেও আপনি টিকে থাকতে পারবেন।’
সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান পরিবর্তনের প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, ‘সাংবাদিকদের ‘দালাল’ বললে আমার খুব দুঃখ লাগে। কিছুদিন আগে যারা আওয়ামী লীগের পক্ষে ছিল, তারা এখন বিএনপির হয়ে গেছে। এটা এক ধরনের অদ্ভূত ম্যাজিক। এই পাল্লায় পড়বেন না। এতে সম্মান বাড়ে না, বরং কমে যায়।
ম্যাংগোটিভি /আরএইচ
