শেয়ারবাজারে শেয়ার ইস্যু সংক্রান্ত নতুন বিধিমালা ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’ গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এর মধ্য দিয়ে বিধিমালাটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সহকারী পরিচালক ও সহকারী মুখপাত্র মো. মোহাইমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ) রুলস, ২০২৫’ গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়েছে। গেজেটে প্রকাশের দিন থেকেই বিধিমালাটি কার্যকর বলে গণ্য হবে।
নতুন এই বিধিমালা বিনিয়োগকারী, ইস্যুয়ার প্রতিষ্ঠান ও বাজার সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য প্রযোজ্য হবে। আগ্রহীরা বিএসইসির অফিসিয়াল ওয়েবসাইটের ‘Securities Laws’ মেনুর অধীন ‘Securities Laws, Rules, Regulations’ সাব-মেনু থেকে বিধিমালাটি দেখতে ও ডাউনলোড করতে পারবেন।
বিএসইসি মনে করছে, নতুন এই বিধিমালা শেয়ারবাজারে শৃঙ্খলা বজায় রাখা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং পাবলিক অফারের মাধ্যমে মূলধন উত্তোলনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


