রাজধানীতে ভয়াবহ ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে বংশাল এলাকায় ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। শনিবার (২২ নভেম্বর) সকালে দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এবং ঢাকা-৮ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বংশালে যান।
প্রতিনিধি দলটি ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে নিহত-আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে। এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যেকোন প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন। প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন বংশাল দক্ষিণ থানা আমীর মাহবুবুল আলম ভূঁইয়া এবং মহানগরী ও চকবাজার-বংশাল জোনের নেতৃবৃন্দ।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী শুধু রাজনৈতিক দল নয়; এটি একটি আদর্শিক ও মানবিক সংগঠন। যেকোন দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানোই জামায়াতের অঙ্গীকার।
তিনি দাবি করেন, ভূমিকম্পের আগাম তথ্য থাকা সত্ত্বেও প্রয়োজনীয় প্রস্তুতি না নেওয়ায় সারাদেশে ছয়শতাধিক মানুষ আহত হয়েছে এবং মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির জন্য তিনি অতীতের সরকারগুলোর অব্যবস্থা, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতাকে দায়ী করেন।
ড. হেলাল উদ্দিন বলেন, রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দুর্যোগ মোকাবিলায় উন্নত প্রস্তুতি নিশ্চিত করবে জামায়াতে ইসলামী। আপদকালীন সময়ে রাষ্ট্র জনগণের ছায়া হয়ে দাঁড়াবে। পাশাপাশি তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেন, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা সামনে রেখে জরুরি প্রস্তুতি এখন সময়ের দাবি।
এদিকে ভূমিকম্পে নিহতদের পরিবার ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। বিবৃতিতে তারা নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

