চার মাসের পরিচয়ের পর গত বছরের মাঝামাঝিতে মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। বিয়ের খবরটি ভক্তদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিলেও নতুন বছরের শুরুতেই আসে বিচ্ছেদের খবর।

তাহসান-রোজার বিচ্ছেদের কারণ নিয়ে বিনোদন অঙ্গনে চলছে নানা আলোচনা। সংশ্লিষ্ট সূত্র ও তাহসানের ঘনিষ্ঠজনদের বরাতে জানা গেছে, দুজনের ভিন্ন জীবনধারা ও প্রত্যাশাই মূলত এই বিচ্ছেদের প্রধান কারণ।

ঘনিষ্ঠ সূত্র জানায়, তাহসান আগের চেয়ে আরও ব্যক্তিগত ও নিরিবিলি জীবন যাপন করতে চেয়েছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কম সক্রিয় থাকা এবং বিনোদন অঙ্গনের বাইরে সংসারকেন্দ্রিক জীবনেই বেশি মনোযোগ দিতে আগ্রহী ছিলেন তিনি।

অন্যদিকে, বিয়ের পর রোজা আহমেদ সামাজিক পরিসরে আরও সক্রিয় হন এবং পরিচিতি ও কাজের ক্ষেত্র সম্প্রসারণ উপভোগ করছিলেন। দুজনের এই ভিন্ন মানসিক অবস্থান ও জীবনযাপনের ধারা ধীরে ধীরে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে।

সূত্র জানায়, শুরুতে পারস্পরিকভাবে এই দূরত্ব কাটিয়ে ওঠার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সম্মানের সঙ্গেই আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন তারা।

তাহসান ও রোজা গত বছরের জুলাই মাস থেকেই আলাদা থাকছেন। চলতি বছরের ডিসেম্বরে তাহসান ডিভোর্সের আবেদন করেন, যা আগামী ফেব্রুয়ারিতে কার্যকর হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, রোজা আহমেদ একজন পেশাদার মেকআপ আর্টিস্ট। তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপের কাজ করে আসছেন। নিউইয়র্কে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠানও রয়েছে।

Share.
Exit mobile version