হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় আগ্রাসন থামায়নি ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতি শুরু হয় ১০ অক্টোবর, কিন্তু এরপরও ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রেখেছে দখলদার সেনারা। খবর বিবিসির।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এখন পর্যন্ত ৩৯৩ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এসব হামলায় নিহত হয়েছে ২৭৯ জন এবং আহত হয়েছে ৬৫২ জন।

এদিকে দক্ষিণ লেবাননের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় ১৩ জন নিহত হয়েছেন। একই দিনে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক শিশুসহ আল জাজিরার একজন সাংবাদিক আহত হয়েছেন। ওই অঞ্চলে একই দিনে গাড়িচাপা ও ছুরিকাঘাতের ঘটনায় ১ জন নিহত এবং ৩ জন আহত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হঠাৎ হামলার পর ইসরায়েল গাজায় ব্যাপক সামরিক অভিযান শুরু করে। প্রায় দুই বছর ধরে চলমান সেই আগ্রাসনে এখন পর্যন্ত ৬৯ হাজার ৪৮৩ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজার ৭০৬ জন আহত হয়েছেন।

ইসরায়েলি মানবাধিকার সংগঠন ‘ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, গত দুই বছরের কম সময়ে ইসরায়েলি হেফাজতে ৯৪ জন ফিলিস্তিনি বন্দি ও আটক ব্যক্তির মৃত্যু হয়েছে। সংগঠনের মতে, এসব মৃত্যু ‘পদ্ধতিগত নির্যাতন, চিকিৎসাসেবা অস্বীকার বা উভয়ের সমন্বয়ের’- ফল হতে পারে। এর আগের এক দশকে ইসরায়েলি কারাগারে এ সংখ্যা ছিল প্রায় ৩০ জন।

তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি—বন্দিদের ব্যবস্থাপনা আইন মেনেই করা হয়।

Share.
Exit mobile version