বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম ‘জয় বাংলা’ বলে, করেছিলাম বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান-জ্ঞান, আমার চিন্তা-চেতনা। যতদিন বেঁচে থাকব—মুক্তিযুদ্ধ নিয়ে বাঁচব, স্বাধীনতা নিয়ে বাঁচব, বঙ্গবন্ধুকে নিয়েই বাঁচব।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীর জামিনের পর হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিচার বিভাগের প্রতি এখনও আমাদের আস্থা আছে। আজ লতিফ ভাইয়ের জামিনে সেটা আবারও প্রমাণিত হলো। আমি সরকারের প্রতি আহ্বান জানাব-যাদের অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে, তাদের মুক্তি দেওয়া হোক।

এর আগে বিচারপতি এ এস এম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলমকে ছয় মাসের জামিন দেন। আদালতে পৃথক আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না, সারা হোসেন ও রমজান আলী শিকদার।

Share.
Exit mobile version