মেট্রোরেলের টিকিট সংগ্রহে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট অব্যাহতি আরও ছয় মাসের জন্য বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের জুন পর্যন্ত মেট্রোরেল ব্যবহারকারীদের কোনো ভ্যাট দিতে হবে না। সরকার খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে।

এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত। আইন মন্ত্রণালয়ের ভেটিং সম্পন্ন হয়েছে, এখন মন্ত্রিপরিষদ বিভাগে বিষয়টি আছে। সিদ্ধান্ত হলে প্রজ্ঞাপন জারি করা হবে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সরকার এক বছরের জন্য মেট্রোরেলের টিকিটে ভ্যাট অব্যাহতি দেয়, যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। নতুন সিদ্ধান্তে সেই সময়সীমা আরও ছয় মাস বাড়ানো হয়েছে।

ভ্যাট আইন অনুসারে শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫% ভ্যাট আরোপের বিধান রয়েছে। যেহেতু মেট্রোরেল সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং গণপরিবহন, তাই স্বাভাবিকভাবে ভ্যাট প্রযোজ্য।

কিন্তু যাত্রীদের সুবিধা বিবেচনায় মেট্রোরেলের তদারক সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অনুরোধে শুরু থেকেই ভ্যাট আরোপ করা হয়নি।

২০২৪-২৫ অর্থবছরের শুরুতে এনবিআর ভ্যাট আরোপ করলেও জটিলতা দেখা দিলে চলতি বছর জানুয়ারিতে এটিকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের জুন পর্যন্ত যাত্রীরা ভ্যাটমুক্ত টিকিটে মেট্রোরেল সেবা নিতে পারবেন।

Share.
Exit mobile version