রাজধানীর মিরপুরে রাতের আকাশ রঙিন আতশবাজিতে আলোকিত, আর সেই আলোয় উল্লাসে মেতে ওঠে পদ্মাপাড়ের মানুষ। বিপিএলের মেগা ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স।
শুক্রবার (২৩ জানুয়ারি) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত সেঞ্চুরি ও বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ৬৩ রানের বড় জয় পায় রাজশাহী।
প্রথমবার বিপিএলে কোচ হিসেবে দায়িত্ব নেওয়া হান্নান সরকারের প্রতিশ্রুতির বাস্তব রূপ দেখা যায় ফাইনালের মঞ্চে। শুরু থেকেই আত্মবিশ্বাসী রাজশাহী ব্যাটে-বলে দাপট দেখায়।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৪ রান তোলে রাজশাহী। দলের হয়ে অনবদ্য ইনিংস খেলেন তানজিদ হাসান তামিম। ৬২ বলে ৬টি চার ও ৭টি ছক্কায় ১০০ রান করেন তিনি। ওপেনিংয়ে সাহিবজাদা ফারহান ৩০ ও কেইন উইলিয়ামসন ২৪ রান করেন। শেষদিকে জিমি নিশাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের সংগ্রহ বাড়ান।
জবাবে ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস। পাওয়ার-প্লের মধ্যেই তিন উইকেট হারায় তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা চট্টগ্রাম ১৭.৫ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে যায়।
চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন মিজা তাহির বেগ। আসিফ আলি করেন ২১ রান। রাজশাহীর বোলিংয়ে সবচেয়ে উজ্জ্বল ছিলেন বিনুরা ফার্নান্দো, যিনি ৪ উইকেট শিকার করেন। হাসান মুরাদ নেন ৩টি এবং জিমি নিশাম নেন ২টি উইকেট।
ফলাফলে রাজশাহী ওয়ারিয়র্স ৬৩ রানে জয় পায় এবং বিপিএলের ইতিহাসে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তোলে।
ফাইনাল ম্যাচে সেঞ্চুরির জন্য ম্যাচসেরা নির্বাচিত হন তানজিদ হাসান তামিম। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের কারণে সিরিজসেরা হন শরিফুল ইসলাম।
রাজশাহীর এই জয়ে মিরপুরের গ্যালারি থেকে মাঠ-সবখানেই শোনা গেছে একটাই নাম-রাজশাহী, রাজশাহী।
ম্যাংগোটিভি /আরএইচ

