মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (৩০ নভেম্বর) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে ট্রাইব্যুনাল-১ এই নির্দেশ দেন। একই সঙ্গে তাকে আগামী ১২ জানুয়ারি ট্রাইব্যুনালে হাজির করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

গত বছরের ১৬ সেপ্টেম্বর শাহরিয়ার কবিরকে বনানীর বাসা থেকে আটক করে পুলিশ। পরে জুলাই আন্দোলনের সময় গুলিতে গৃহকর্মী লিজা আক্তার নিহতের মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে পরদিন আদালতে তোলা হয়। পুলিশের আবেদনে আদালত তখন সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর আবারও আদালতে হাজির করে যাত্রাবাড়ীতে আন্দোলনের সময় গুলিতে রফিকুল ইসলাম ও আরিফ নিহতের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত সেই আবেদন মঞ্জুর করেন। এরপর গত ২০ অক্টোবর আরেক মামলায় তাকে দুই দিনের রিমান্ডে পাঠানো হয়।

মানবতাবিরোধী অপরাধের মামলায় নতুন এ নির্দেশনার ফলে শাহরিয়ার কবিরকে এখন ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে হাজির করতে হবে।

Share.
Exit mobile version