জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের দিন কোনো চিল ছোঁ মেরে ভোট নিয়ে যাবে—এটা হতে দেওয়া হবে না। ভোটের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সোমবার (২৬ জানুয়ারি) রাত ৯টায় মাগুরা আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন জামায়াত আমির।
ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের মানুষ আবার ভোটাধিকার ফিরে পেয়েছে। এই ভোট অত্যন্ত মূল্যবান ও মর্যাদাপূর্ণ। আমরা আমাদের অধিকারের পূর্ণ বাস্তবায়ন চাই। কোনোভাবেই ভোট নিয়ে কারচুপি বা অনিয়ম হতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, গত সরকারের আমলে দেশের অর্থনীতি, শিক্ষা, ব্যবসা ও বাণিজ্যসহ সব খাত ধ্বংস হয়ে গেছে। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের পূর্ণ মর্যাদা নিশ্চিত করা হবে। কোনো নারীকে আর অসম্মানের শিকার হতে দেওয়া হবে না।
‘হ্যাঁ ভোট’ ও ‘না ভোট’ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ‘হ্যাঁ ভোট’ মানে আজাদি আর ‘না ভোট’ মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে ‘হ্যাঁ ভোট’। তাই সবাইকে আগামী নির্বাচনে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানাচ্ছি।
তিনি বলেন, দেশ নিয়ে আমরা থাকবো, দেশের উন্নয়ন করবো। দেশ ভালো থাকলে জনগণও ভালো থাকবে।
পথসভায় মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন ডা. শফিকুর রহমান এবং তাদের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, মাগুরা-১ আসনের প্রার্থী আব্দুল মতিন, মাগুরা-২ আসনের প্রার্থী এমবি বাকের এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

