আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ গণভোটকে সামনে রেখে দেশবাসীকে সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ড. মিজানুর রহমান আজহারী।
আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি ভোটারদের উদ্দেশে এই দিকনির্দেশনামূলক বার্তা দেন।
ফেসবুক পোস্টে মিজানুর রহমান আজহারী লেখেন, ‘ভোট একটি আমানত। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক প্রার্থীকে ভোট দিন।’
মিজানুর রহমান আজহারী একজন জনপ্রিয় বাংলাদেশি ইসলামি আলোচক, গবেষক ও লেখক। যিনি কুরআন ও হাদিসের আলোকে সহজ ও গবেষণাধর্মী আলোচনা দিয়ে ওয়াজ মাহফিল ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। তিনি ইসলামি আলোচক হিসেবে পরিচিত এবং হাসানাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। তিনি আল-আজহার বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন।
ম্যাংগোটিভি /আরএইচ
