ক্রিকেটারদের নিয়ে ধারাবাহিক আপত্তিকর মন্তব্যের জেরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিসিবি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাকে লিখিতভাবে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ আখ্যা দেওয়া এবং ক্রিকেটারদের পারফরম্যান্স ও আর্থিক বিষয় নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়েন নাজমুল ইসলাম। তার এসব বক্তব্যে দেশের ক্রিকেটাঙ্গনে চরম অস্থিরতা তৈরি হয়। এর প্রতিবাদে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করে আল্টিমেটাম দেয়। দাবি মানা না হলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের ঘোষণাও দেয় সংগঠনটি।
বিসিবির বিজ্ঞপ্তিতে বলা হয়, বোর্ডের এক সদস্যের আপত্তিকর মন্তব্যের কারণে সৃষ্ট পরিস্থিতির জন্য বিসিবি দুঃখ প্রকাশ করছে। ক্রিকেটের পেশাদারিত্ব, ক্রিকেটারদের প্রতি সম্মান এবং ক্রিকেটীয় মূল্যবোধ বজায় রাখার বিষয়ে বোর্ড তার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিসিবি তার নিজস্ব নিয়মনীতি, প্রবিধান ও পেশাদার আচরণবিধি অনুযায়ী এ ধরনের ঘটনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে প্রতিশ্রুতিবদ্ধ। এর অংশ হিসেবে সংশ্লিষ্ট বোর্ড সদস্যের বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক প্রক্রিয়া শুরু করা হয়েছে। ইতোমধ্যে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এদিকে বিপিএল প্রসঙ্গে বিসিবি জানায়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ২০২৬ বর্তমানে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দেশের সবচেয়ে জনপ্রিয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি লিগ বাংলাদেশের ক্রিকেটে বিশেষ গুরুত্ব বহন করে।
বিসিবি মনে করে, খেলোয়াড়রাই বিপিএলসহ বোর্ডের অধীনে পরিচালিত সব ক্রিকেট কার্যক্রমের মূল শক্তি ও প্রধান অংশীজন। বোর্ড প্রত্যাশা করছে, ক্রিকেটাররা তাদের পেশাদারিত্ব ও দায়বদ্ধতা বজায় রেখে বিপিএলের ধারাবাহিকতা ও সফল সমাপ্তিতে সহযোগিতা করবেন।

