মিরপুরে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৭৯ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজ জিতেছে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল। রানের হিসেবে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ জয়।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ করে ২৯৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ক্যারিবীয়রা গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। শুরু থেকেই ভুগছিল সফরকারীরা—মাত্র ৪৬ রানে হারায় ৪ উইকেট। ইনিংসের ১৯তম ওভারে রিশাদ হোসেনের ঘূর্ণিতে আরও দুই ব্যাটার ফিরে গেলে ওয়েস্ট ইন্ডিজ পড়ে চাপে, তখন তাদের রান ৬৩।

রিশাদ শেষ পর্যন্ত পান ৩ উইকেট, আর পুরো সিরিজে তার মোট উইকেট দাঁড়ায় ১২টি—যা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কোনো স্পিনারের সর্বোচ্চ। আগের রেকর্ড ছিল ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে আরাফাত সানির ১০ উইকেট।

শেষদিকে আকিল হোসেনের ২৭ রানের ইনিংস কেবল হারের ব্যবধানই কিছুটা কমিয়েছে।

বাংলাদেশের এই জয়ে ব্যাটে-বলে দাপট ছিল স্পষ্ট—রিশাদ ও মিরাজের ঘূর্ণি, ব্যাটসম্যানদের দায়িত্বশীল পারফরম্যান্সে সহজেই সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা।

Share.
Exit mobile version