ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং মলে ভিভো বাংলাদেশের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন করেন শপিং মলের ডিএমডি ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা।

এসময় উপস্থিত ছিলেন ভিভো সাউথ এশিয়ার চেয়ারম্যান হেই জি, ম্যানেজিং ডিরেক্টর ডিউক, মার্কেটিং ডিরেক্টর ডেভিড প্রমুখ।

 

অনুষ্ঠানে ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা বলেন, বসুন্ধরা সিটি সবসময়ই বিশ্বমানের ব্র্যান্ডগুলোর জন্য একটি প্রধান গন্তব্য হিসেবে পরিচিত। আজ দেশের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো বাংলাদেশ আমাদের বসুন্ধরা সিটি শপিং মলে তাদের নতুন ফ্ল্যাগশিপ স্টোরের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে—এটা আমাদের জন্য সত্যিই আনন্দের বিষয়।

শেখ এহসান রেজা আরও বলেন, বসুন্ধরা সিটিতে ২০১৮ সালে কার্যক্রম শুরু করার পর থেকে ভিভো ধারাবাহিকভাবে প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও আধুনিক ভাবনা গ্রাহকদের কাছে নতুন মাত্রা এনে দিয়েছে।

ভিভো বাংলাদেশকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমরা চাই আমাদের দর্শনার্থীরা সর্বদা সর্বশেষ প্রযুক্তি ও আধুনিক ট্রেন্ডের সঙ্গে পরিচিত হোক। ভিভোর নতুন ফ্ল্যাগশিপ স্টোর সেই লক্ষ্য পূরণে আরও এক ধাপ এগিয়ে নিলো। আশা করি ভবিষ্যতেও আমরা একসঙ্গে কাজ করে গ্রাহকদের কাছে আরও নতুন উদ্ভাবন ও প্রযুক্তি পৌঁছে দিতে পারব।

Share.
Exit mobile version