ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালী এই তিন দেশ রবিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা দেয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
প্রথমে ঘোষণা দেয় কানাডা। প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, কানাডা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে। একইসঙ্গে ফিলিস্তিন ও ইসরায়েলের জন্য শান্তিপূর্ণ ভবিষ্যত গঠনে অংশীদার থাকার প্রতিশ্রুতি দিচ্ছে।
এরপর অস্ট্রেলিয়া স্বীকৃতি ঘোষণা করে। সর্বশেষ ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেন, শান্তি ও দ্বি-রাষ্ট্র সমাধান পুনরুজ্জীবিত করতে যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল।
২০২৩ সালে হামাসের হামলার পর ইসরায়েলের গাজায় অভিযান তীব্রতর হওয়ায় মিত্র দেশগুলো তাদের নীতি বদলাচ্ছে। এতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, প্রাণহানি ও মানবিক বিপর্যয় দেখা দেয়। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদ অধিবেশনে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সমাধানে দ্বি-রাষ্ট্র সমাধানই মূল আলোচ্য হবে।
আজ ইউরোপের আরেক দেশ পর্তুগালও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিতে পারে।
