রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ রেহানা, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকসহ ১৭ আসামির বিরুদ্ধে দায়ের করা মামলার রায় আজ সোমবার (১ ডিসেম্বর) ঘোষণা করা হবে।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক মো. রবিউল আলম বেলা ১১টায় এ রায় ঘোষণা করবেন বলে আদালতের পেশকার বেলাল হোসেন নিশ্চিত করেছেন।

চলতি বছরের ১৩ জানুয়ারি দুদকের উপপরিচালক মো. সালাহউদ্দিন মামলাটি দায়ের করেন। অভিযোগে বলা হয়, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মাধ্যমে প্লট বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নেওয়া হয়েছে।

তদন্ত শেষে দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১০ মার্চ আদালতে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এরপর ৩১ জুলাই আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন।

মামলার প্রধান আসামি শেখ রেহানা। এ ছাড়া আসামিদের মধ্যে রয়েছেন—শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, সাবেক সচিব কাজী ওয়াছি উদ্দিন, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমসহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের বিভিন্ন সাবেক ও বর্তমান কর্মকর্তা।

তদন্তে পরে আসামির তালিকায় যুক্ত হন সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

রাজউকের প্লট বরাদ্দে প্রভাব খাটানো, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে এ মামলাটি দেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সকলের দৃষ্টি আজকের রায়ের দিকে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version