প্রিমিয়ার ব্যাংক পিএলসির চেয়ারম্যান এইচ বি এম ইকবালসহ মোট ২০ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতির বিভিন্ন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

দুদকের উপপরিচালক হোসাইন শরীফের আবেদনের পর আদালত এই আদেশ দেন। আবেদনে উল্লেখ করা হয়, এইচ বি এম ইকবাল ও তার পরিবারের সদস্যরা যোগসাজশে প্রিমিয়ার ব্যাংকের নামে বিভিন্ন দুর্নীতি ও অর্থ আত্মসাতের সঙ্গে জড়িত।

অভিযোগ অনুযায়ী- ব্যাংকের প্রধান কার্যালয় ইকবাল সেন্টারসহ বিভিন্ন শাখার অফিস ভাড়া বাবদ ১,৪৩৭ কোটি টাকা আত্মসাৎ, ২০ হাজার কোটি টাকা মানিলন্ডারিং, স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ঋণ প্রদর্শন করে ৪,৮১৮ কোটি টাকা আত্মসাৎ, স্টেশনারি খাতে ভুয়া ব্যয় দেখিয়ে ১,৯৫০ কোটি টাকা আত্মসাৎ, বিভিন্ন ব্যক্তির নামে ভুয়া এফডিআর খুলে অতিরিক্ত মুনাফা প্রদান করে কোটি কোটি টাকা আত্মসাৎ, প্রিমিয়ার ব্যাংক ফাউন্ডেশন, বিপিএল এবং টেলিভিশনে ভুয়া প্রচারের মাধ্যমে অর্থপাচারের অভিযোগ রয়েছে।

দুদকের আবেদনপত্রে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। তারা দেশত্যাগ করলে তদন্ত বিঘ্নিত হতে পারে। তাই তাদের বিদেশগমন নিষিদ্ধ করা জরুরি।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্যান্যদের মধ্যে রয়েছেন-ইকবালের ছেলে মোহাম্মদ ইমরান ইকবাল, ভাই মঈন ইকবাল, বোন নওরীন ইকবাল, ব্যাংকের এমডি ও সিইও মো. আবু জাফর ও কাজী আব্দুল মজিদ, সাবেক এমডি খন্দকার ফজলে রশিদ, এম. শাহ আলম সারোয়ার, নিয়াজ হাবীবসহ আরও বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও পরিচালক।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version