বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় তিনি নুরকে ফোন করে তার চিকিৎসা ও শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চান।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরুল হক নুরের সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। কথোপকথনের শেষে তারেক রহমান নুরের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রসঙ্গত, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share.
Exit mobile version