২০২৬ সালের আইসিসি পুরুষ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্তের পেছনে নিরাপত্তা ইস্যুকেই মূল কারণ হিসেবে উল্লেখ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই ভারতে গিয়ে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বোর্ড।
শনিবার (২৫ জানুয়ারি) বোর্ড সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিবির পরিচালক আসিফ আকবর বিষয়টি স্পষ্ট করেন।
তিনি বলেন, ‘গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। সরকারের নিজস্ব কিছু প্রশ্ন ছিল। আমাদের ক্রিকেটার, কর্মকর্তা, সাংবাদিক ও সমর্থকদের নিরাপত্তা নিয়ে যে শঙ্কা রয়েছে, সেটি মাথায় রেখেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। এই মুহূর্তে যদি কোনো নাশকতামূলক ঘটনা ঘটে, তার দায়দায়িত্ব নেওয়া সম্ভব নয়।’
এর আগে আইসিসি এক বিবৃতিতে জানায়, তাদের মূল্যায়নে ভারতে বাংলাদেশের দল, কর্মকর্তা বা সমর্থকদের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি পাওয়া যায়নি। তাই বিশ্বকাপের সূচি পরিবর্তন সম্ভব নয় বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বাংলাদেশের জায়গায় ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে স্কটল্যান্ড।
এ বিষয়ে আসিফ আকবর আরও বলেন, ‘রাষ্ট্র টু রাষ্ট্র যখন আলোচনা হয়েছে, তখন আমরা নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হতে পারিনি। বিসিসিআই কোনো রাষ্ট্র নয়। আমরা কখনো বলিনি খেলতে চাই না। সরকার থেকে বলা হয়েছে—আমরা নিরাপদ নই।’
তিনি জানান, সরকার সব পক্ষের কথা বিবেচনা করেই ঝুঁকি নিতে চায়নি। সমর্থক, সাংবাদিক ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তাই ছিল প্রধান বিবেচ্য বিষয়।
উল্লেখ্য, বিসিবি ও সরকারের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল-ভারতে নয়, শ্রীলঙ্কা বা নিরপেক্ষ ভেন্যুতে হলে বাংলাদেশ বিশ্বকাপে অংশ নিতে প্রস্তুত। তবে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্তে বাংলাদেশের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে যায়।
ম্যাংগোটিভি /আরএইচ

