নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথমবারের মতো একজন মুসলিম মেয়র নির্বাচিত হয়েছেন। ডেমোক্র্যাটদের সমর্থিত প্রার্থী জোহরান মামদানি মেয়র নির্বাচনে জয়ী হয়েছেন বলে জানিয়েছে স্বতন্ত্র তথ্যসংস্থা ডিসিশন ডেস্ক এইচকিউ।

ইতোমধ্যে ভোটগ্রহণ ও গণনা সম্পন্ন হয়েছে। ফল ঘোষণার পর শহরের বিভিন্ন স্থানে ভোটার ও সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করেন। মামদানি মোট ভোটের ৫০ শতাংশের বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন।

এর আগেনিজের ভোট দানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মামদানি বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন এবং বলেছেন, আমরা শহরের ইতিহাসে একটি নতুন অধ্যায় আরম্ভ করতে যাচ্ছি — পাশাপাশি পুরনো রাজনীতিকে বিদায় জানানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।

এক প্রশ্নে, যদি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হলে ফেডারেল ফান্ড আটকে দেয়ার হুমকি দেয়, তাহলে তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেছেন, শহরের পাওনা প্রতিটি ডলার আদায়ের জন্য তিনি লড়াই করতে প্রস্তুত আছেন।

Share.
Exit mobile version