রাজধানীর বাড্ডা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নামে পরিচিত একটি কার্যালয়ে গুলির ঘটনা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলেও পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বাড্ডা থানাধীন এলাকায় এই গুলিবর্ষণের ঘটনা ঘটে। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন জানান, একটি নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি করতে এসে বিল্ডার্সের এমডিকে না পেয়ে দুই রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায় একদল সন্ত্রাসী।
পুলিশ জানায়, ভবনটিতে আগে এনসিপির একটি কার্যালয় থাকলেও গত নভেম্বরেই দলটি সেখান থেকে কার্যক্রম সরিয়ে নিয়েছে। বর্তমানে সেটি কোনো রাজনৈতিক কার্যালয় নয়।
এ ঘটনায় নাহিদ ইসলামও গণমাধ্যমকে জানান, এটি কোনো রাজনৈতিক হামলা বা নির্বাচনী সহিংসতা নয়। ব্যক্তিগত বা ব্যবসায়িক বিরোধ থেকেই এই গুলির ঘটনা ঘটতে পারে বলে তিনি মনে করেন।
এনসিপির মিডিয়া উপ-কমিটিও এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার সঙ্গে দলের কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কার্যক্রমের সম্পর্ক নেই।
পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণসহ হামলাকারীদের শনাক্তে অভিযান চালাচ্ছে। এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
