নাইজেরিয়ার মধ্যাঞ্চলে একটি ক্যাথলিক স্কুলে ভয়াবহ অপহরণকাণ্ড ঘটেছে। সেন্ট মেরিস স্কুল থেকে ২২০ জনের বেশি শিক্ষার্থী ও শিক্ষককে অপহরণ করেছে সশস্ত্র বন্দুকধারীরা। শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। এটি দেশটিতে এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় বড় অপহরণ।

ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়ার মুখপাত্র জানান, অপহৃতদের মধ্যে ২১৫ জনই ছাত্রী। এছাড়া স্কুলটির ১২ জন শিক্ষককেও জিম্মি করে নিয়ে গেছে হামলাকারীরা।

ক্রমবর্ধমান নিরাপত্তাহীনতার কারণে কাতসিনা, মালভূমি ও নাইজার রাজ্যের প্রশাসন এলাকাভিত্তিক সব স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে এ ধরনের অপহরণ ও সহিংসতা দিন দিন উদ্বেগ বাড়াচ্ছে।

এ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনায় মনোযোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট বোলা টিনুবু তার সব আন্তর্জাতিক সফর বাতিল করেছেন। এর ফলে তিনি জোহানেসবার্গে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনেও যোগ দিচ্ছেন না।

এর আগে সোমবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কেব্বি রাজ্যের একটি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২৫ জন ছাত্রীকে অপহরণ করে দুষ্কৃতকারীরা। এছাড়া পশ্চিমাঞ্চলের একটি চার্চে হামলায় দু’জন নিহত হয়—যা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাইজেরিয়ায় খ্রিস্টানদের ওপর হামলা নিয়ে সামরিক পদক্ষেপের ইঙ্গিতের পর সহিংসতা আরও বাড়ার ইঙ্গিত দিচ্ছে। সূত্র: এএফপি

Share.
Exit mobile version