স্কুলের অফিস কক্ষের ভেতরে এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পুলিশ জানায়, ঘটনাস্থল শনাক্ত করা হয়েছে এবং এটি রাজধানীর নয়াপল্টন এলাকার শারমিন একাডেমি নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ঘটনা।
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে চশমা, ঘি রঙের প্যান্ট, ছাঁই রঙের টি-শার্ট ও কালো জুতা পরা এক ব্যক্তি একটি শিশুকে বেধড়ক মারধর করছেন। এ সময় পাশে বসে থাকা গোলাপি শাড়ি পরা এক নারী শিশুটির হাত চেপে ধরে রাখেন। কিছুক্ষণ পরপর ওই ব্যক্তি এসে শিশুটিকে নির্যাতন করেন। পুরো ঘটনাটি স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। একজন অভিযুক্তকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তিনি শারমিন একাডেমির পরিচালক শারমিন আক্তার।
তিনি আরও বলেন, স্কুলের প্রতিষ্ঠাতাসহ সংশ্লিষ্ট শিক্ষকদের থানায় উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে তারা এখনও সময়ক্ষেপণ করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।
পুলিশ জানিয়েছে, শিশুর পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
ম্যাংগোটিভি /আরএইচ
