দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির নতুন কাঠামো গঠনে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ‘পাবলিক অফার অফ ইক্যুইটি সিকিউরিটিজ বিধিমালা-২০২৫’-এর খসড়া অনুমোদন করেছে। খসড়াটির বিভিন্ন দিক নিয়ে অংশীজনদের মতামত নিতে ধারাবাহিক আলোচনা শুরু করেছে সংস্থাটি।

এর অংশ হিসেবে এবার অতালিকাভুক্ত ও সম্ভাবনাময় লাভজনক ৯ কোম্পানিকে মতামত দিতে আমন্ত্রণ জানিয়েছে বিএসইসি। আগামী ৮ ডিসেম্বর বিকাল ৩টা, আগারগাঁওয়ে কমিশনের সম্মেলন কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হবে।

যেসব কোম্পানিকে ডেকেছে বিএসইসি

বিএসইসি সূত্রে জানা গেছে, খসড়ার বিষয়ে মতামত দিতে এরই মধ্যে নয়টি কোম্পানিকে চিঠি পাঠানো হয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো-ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন লিমিটেড, নেসলে বাংলাদেশ লিমিটেড, সিনজেন্টা বাংলাদেশ লিমিটেড, পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড,সিনোভিয়া ফার্মা পিএলসি, সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড, নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড।

চিঠিতে বিএসইসি জানায়, দেশের শেয়ারবাজারের তালিকাভুক্তির নিয়ন্ত্রক কাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে এই নতুন বিধিমালার খসড়া তৈরি করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিত করতে এবং অংশীজনদের মতামতকে অগ্রাধিকার দিতে সরকারি মালিকানাধীন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনা আয়োজন করা হয়েছে।

কোম্পানিগুলোর প্রতিনিধিদের আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) বিএসইসির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।

Share.
Exit mobile version