বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন এবং দেশে ফিরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্ব দেবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীর হোটেল সারিনায় সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। আমীর খসরু বলেন, তারেক রহমান সহসাই দেশে ফিরবেন, সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ‘তিনি যেকোনো সময় ফিরবেন। যারা না আসার গুঞ্জন ছড়ায়, তারা ছড়াবেই।’

ডা. জুবাইদা রহমানের রাজনীতিতে আসা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, বিষয়টি সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে আমীর খসরু বলেন, ‘বেগম জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তাঁর লন্ডন যাত্রা। চিকিৎসকদের সিদ্ধান্তই এখানে চূড়ান্ত।’ তিনি আরও বলেন, ‘বেগম জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন, তবে তাঁর অসুস্থতা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না।’

এসময় তিনি জানান, খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version