দেশের বাইরে থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ট্রেনিং সেন্টারে ১০৪তম ব্যাচের রিক্রুট অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন ঘিরে যারা দেশের বাইরে বসে নানা বক্তব্য দিচ্ছে, তারা দেশে আসুক। তাদের কথায় কেউ শঙ্কিত হবে না। দেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।’ তিনি জানান, আসন্ন জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় মোট ৩৭ হাজার ৪৫৩ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জাতীয় নির্বাচনকে কেন্দ্র করেই স্বাধীনতার পর এবারই সবচেয়ে বেশি সংখ্যক বিজিবি সদস্য রিক্রুট করা হয়েছে।’

সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আরকান আর্মির ছোড়া গোলা প্রায়ই বাংলাদেশের ভেতরে এসে পড়ছে। তবে আরকান আর্মি একটি অবৈধ সশস্ত্র গোষ্ঠী হওয়ায় তাদের সঙ্গে বাংলাদেশের কোনো যোগাযোগ নেই। তিনি বলেন, ‘মিয়ানমার একটি বৈধ রাষ্ট্র। রাখাইন অঞ্চলের কিছু অংশ বর্তমানে আরকান আর্মির দখলে রয়েছে। তাদের কারণেই সীমান্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছে। আমাদের যোগাযোগ কেবল মিয়ানমার সরকারের সঙ্গে। কোনো ঘটনা ঘটলে আমরা সরকারিভাবেই বিষয়টি জানাই।’

Share.
Exit mobile version