বাংলাদেশে আগামী দেড় বছরের মধ্যে সব আর্থিক প্রতিষ্ঠানের জন্য সমন্বিত ক্যাশলেস আন্তঃলেনদেন ব্যবস্থা চালু করা হবে। ২০২৭ সালের জুলাইয়ের মধ্যে ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), বিমা কোম্পানি, মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানসহ সব আর্থিক সেবা প্রতিষ্ঠানের লেনদেন একটি একীভূত ডিজিটাল প্ল্যাটফর্মে চলে আসবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

সোমবার (২৪ নভেম্বর) ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। অনুষ্ঠানে গেটস ফাউন্ডেশনের মোজালুপের সঙ্গে বাংলাদেশ ব্যাংক আনুষ্ঠানিকভাবে ইন্টার-অপারেবল পেমেন্ট প্ল্যাটফর্ম স্থাপনের চুক্তি স্বাক্ষর করে। নিরাপত্তাজনিত কারণে চুক্তি স্বাক্ষর ভার্চুয়ালি সম্পন্ন হয়।

গভর্নর জানান, মোজালুপভিত্তিক ‘ইনক্লুসিভ ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম (আইআইপিএস)’ নামের নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে ক্যাশ-আউট করার প্রয়োজনীয়তা অনেকাংশেই কমে যাবে এবং সব ধরনের আর্থিক সেবা একক নেটওয়ার্কের আওতায় আসবে।

তিনি বলেন, আমাদেরকে ক্যাশলেস হতেই হবে, এখানে ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই। ব্যাংক, এমএফএস, পিএসপি, এজেন্ট ব্যাংকিং, মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন, ক্রেডিট কার্ড ইস্যুয়ার-সবাইকে একই সিস্টেমে আনা হবে এই ইন্টারঅপারেবিলিটির মাধ্যমে।’

মোজালুপ প্রযুক্তি সম্পর্কে গভর্নর বলেন, ‘এটি অনেক দেশে ব্যবহৃত একটি পরীক্ষিত ও প্রমাণিত প্রযুক্তি। আমরা নতুন বা অপরীক্ষিত কিছু আনছি না। বাংলাদেশের মতো বৃহৎ অর্থনীতি ও জনসংখ্যার দেশে এই সিস্টেম দ্রুত সম্প্রসারিত হবে বলে আশা করছি।’

তিনি আরও জানান, আজ থেকেই ইমপ্লিমেন্টেশন প্রোগ্রাম শুরু হলো। দেড় বছরের মধ্যে, অর্থাৎ ২০২৭ সালের জুলাইয়ে পূর্ণাঙ্গ অপারেশন চালু হয়ে যাবে। এর আগেই টেস্টিং ও আংশিক কার্যক্রম শুরু হবে।

বাংলাদেশের ক্যাশলেস অর্থনীতির অগ্রযাত্রায় এটি হবে একটি বড় পদক্ষেপ, বলে উল্লেখ করেন গভর্নর।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version