বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দু-এক দিনের মধ্যেই দলটির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এমন তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৪ জানুয়ারি) সিলেটের একটি অভিজাত হোটেলের হলরুমে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল জানান, চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর তারেক রহমান যথারীতি সিলেট থেকেই আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু করবেন।
নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, ‘নির্বাচন নিয়ে আমাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। নির্বাচনি পরিবেশ নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই।’ তিনি বলেন, ‘জাতির জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রায় ১৫ বছর পর জনগণ প্রথমবারের মতো প্রকৃত অর্থে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে।’
সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, মবের ঘটনা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। “মবোক্রেসির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে,’ বলেন তিনি।
অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘ম্যান্ডেট না থাকলেও সরকার কিছু প্রশংসনীয় সংস্কারের উদ্যোগ নিয়েছে। তবে বাস্তবতায় সরকার এখন কেয়ারটেকার সরকারের ভূমিকা পালন করছে।’
মতবিনিময় সভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা ছাড়াও সিলেট অঞ্চলের বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার বিকেলে বিমানযোগে সিলেটে পৌঁছে বিএনপির মহাসচিব হযরত শাহজালাল (রহ.)–এর মাজার জিয়ারত করেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পর এটিই সিলেটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রথম সফর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তার এ সফর ঘিরে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দলীয় সূত্র জানায়, সিলেটের ছয়টি সংসদীয় আসনের মধ্যে সিলেট-৫ আসন জোটের প্রার্থীর জন্য ছেড়ে দিয়েছে বিএনপি। এছাড়া সিলেট-৬ আসনে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বিএনপির হয়ে দুজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
