দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ১২৫ জন প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণা করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘আমরা কোনো আসন বিশেষ কারো জন্য ফাঁকা রাখিনি। মনোনয়ন বোর্ডের দেওয়া রিপোর্ট অনুযায়ীই আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং জনগণের কাছে উন্মুক্ত করেছি। কারো বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল হবে।’
তিনি প্রাথমিক তালিকায় থাকা সবাইকে অভিনন্দন জানান এবং তালিকায় না থাকা অন্যদের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণ, সচেতন নাগরিক ও পরিবর্তনকামীদের আহ্বান জানিয়েই এই তালিকা তৈরি হয়েছে। এতে দলের বাইরের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রবাসীসহ বিভিন্ন পেশার মানুষকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তিনি আরও জানান, তালিকাটি অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করা হয়েছে-যেখানে নারী, পুরুষ, সংখ্যালঘু ও বিভিন্ন পেশার মানুষের সমন্বয় রাখা হয়েছে। ৩০০ আসনের চূড়ান্ত তালিকা চূড়ান্ত করার আগে আরও পর্যালোচনা করা হবে। কোনো আসনে মনোনয়ন দেওয়া হয়নি বা সম্ভাবনাময় প্রার্থী পাওয়া গেলে সেখানেও সুযোগ দেওয়া হবে বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম।
ম্যাংগোটিভি / আরএইচ

