রাজধানীর মোহাম্মদপুরে মা–মেয়েকে হত্যার মামলার প্রধান আসামি গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১০ ডিসেম্বর) বরিশালের নলছিটি এলাকা থেকে তাকে আটক করে মোহাম্মদপুর থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, আয়েশাকে নলছিটি থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে ঢাকায় আনা হচ্ছে। ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হবে।

এর আগে মঙ্গলবার মোহাম্মদপুরের একটি বাসায় মা ও মেয়েকে হত্যা করা হয়। এ ঘটনায় গৃহকর্মী আয়েশাকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version