আজ বুধবার (১ অক্টোবর) সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার চতুর্থ দিন-মহানবমী। দেবীর বিদায়ের সূচনা হলো আজ, আগামীকাল দশমীতে কৈলাসে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন দেবী দুর্গা।

নবমীতে বিশেষ কোনো নতুন পর্ব না থাকলেও সকালে তর্পণের মাধ্যমে দেবীর মহাস্নান, ষোড়শ উপচারে পূজা ও সন্ধ্যায় মহাআরতি অনুষ্ঠিত হয়। এদিন বলিদান ও নবমী হোমের বিশেষ রীতি পালিত হয়। দেবীদুর্গাকে ১০৮টি নীলপদ্মে পূজা করা হবে। পূজা শেষে যথারীতি অঞ্জলি ও প্রসাদ বিতরণ থাকবে।

নবমী তিথি শুরু হয় সন্ধিপূজা দিয়ে। অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটে এই বিশেষ সন্ধিপূজা অনুষ্ঠিত হয়, যা মূলত দেবী চামুন্ডাকে উৎসর্গ করা হয়। এ সময় ১০৮টি মাটির প্রদীপ ও ১০৮টি পদ্মফুল নিবেদন করা হয় দেবীর চরণে।

পুরোহিতদের মতে, মহানবমীতে ষোড়শ উপচারের পাশাপাশি নীলকণ্ঠ ফুল, নীল অপরাজিতা এবং যজ্ঞের মাধ্যমে দেবীর আরাধনা করা হবে। যজ্ঞে ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি ব্যবহার করা হবে।

আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা।

ম্যাংগোটিভি/ আরএইচ

Share.
Exit mobile version