তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার পুনঃপ্রবর্তন বিষয়ে আদালতের ঐতিহাসিক রায়ের পর আইনজীবী শিশির মনির জানিয়েছেন, বর্তমান কাঠামো অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন দেশের সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি। তবে পূর্বে যে ব্যবস্থা ছিল, সেটি এখন কার্যকর নয়।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রায় ঘোষণার পর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামের পক্ষে আপিলকারী দলের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির এ তথ্য জানান।

তিনি বলেন, সংবিধানে যে ফরমেশন আছে-সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। তবে এটি বর্তমানে বাস্তবায়িত হচ্ছে না। জুলাই সনদ গণভোটে পাস হলে এবং নতুন সংসদের সংবিধান সংস্কার সভায় অনুমোদিত হলে এই ফরম্যাট পরিবর্তনও হতে পারে।

শিশির মনির আরও বলেন, আজকের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে ফিরে এসেছে। তবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে। সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে।

এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version