রাজধানীর জাতীয় ঈদগাহের সামনে দুটি নীল ড্রাম থেকে কাঁচামাল ব্যবসায়ী আশরাফুল হকের (৪৩) খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় তার বন্ধু মো. জরেজ মিয়াকে (৪২) প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) নিহতের ছোট বোন মোছা. আনজিরা বেগম শাহবাগ থানায় মামলাটি করেন। থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, দিনাজপুরের হিলি বন্দর থেকে সারাদেশে কাঁচামাল সরবরাহ করতেন আশরাফুল। গত মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ৮টায় বন্ধু জরেজকে নিয়ে রংপুর থেকে ঢাকায় আসেন তিনি। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।
পরিবারের সন্দেহ, ১১ থেকে ১৩ নভেম্বরের মধ্যে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে মরদেহ ২৬ খণ্ডে ভাগ করা হয়। পরে দুটি নীল ড্রামের মধ্যে চাল ও কালো পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্তরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গন্ধ ছড়ালে স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ড্রাম দুটি উদ্ধার করে। সেখান থেকে খণ্ডিত মরদেহ বের করা হয়।
পুলিশ জানায়, দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে একটি ভ্যানে করে দুই ব্যক্তি ড্রাম দুটি রাস্তার পাশে রেখে যায়। আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্তের চেষ্টা চলছে।
নিহতের পরিবার দ্রুত বিচারের দাবি জানিয়েছে।

