জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার জন্য নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানানো জামায়াতে ইসলামী এখন কিছুটা নমনীয় অবস্থান নিয়েছে। দলটি বলছে, নভেম্বরে না হলেও জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করতে হবে। তবে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে তারা আন্দোলনের পথে নামবে।
বুধবার (৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
তিনি বলেন, ‘নভেম্বর মাসে না হলেও জাতীয় নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কারণ, গণভোট জুলাই সনদ আদেশকে শক্তিশালী করবে এবং এটিকে আইনি কাঠামো দেবে।’
হামিদুর রহমান আযাদ আরও বলেন, ‘জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে বিশৃঙ্খলা তৈরি হতে পারে এবং ভোটারদের মনোযোগ বিভক্ত হবে। তাই জাতীয় নির্বাচনের আগে আলাদা করে গণভোট আয়োজন জরুরি।’
তিনি স্পষ্ট করে বলেন, ‘আমরা কারও পাতানো ফাঁদে পা দেব না। আগে গণভোট হতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত জামায়াত আন্দোলন চালিয়ে যাবে।’

