যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার রাতে ভাষণ দেন। তার ভাষণে ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ক বার্তা জোরালো হওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষ থেকে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

ফখরুল জানান, ভাষণে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সরকারের কাজের সঙ্গে সম্পৃক্ত করে জাতিসংঘে উপস্থাপন করা হয়েছে। এর মাধ্যমে জাতির ঐক্য প্রকাশ পেয়েছে, যা বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। তিনি জানান, বিএনপি এই উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং দলের নেতা তারেক রহমানও সমর্থন দিয়েছেন।

মহাসচিব আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন বিষয়ে তাদের কোনো সংশয় নেই এবং ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে তারা দৃঢ়ভাবে বিশ্বাস করেন। এছাড়া পিআর বিষয়ে পার্থক্য থাকলেও ভবিষ্যতে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব হবে।

Share.
Exit mobile version