ঢাকার উত্তরার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যাকে এলাকাবাসীর অন্যতম বড় দুর্ভোগ হিসেবে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে সবার আগে এই সমস্যার সমাধান করা হবে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, জলাবদ্ধতা উত্তরাবাসীর নিত্যদিনের কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনে বিএনপি বিজয়ী হলে এই সমস্যার স্থায়ী সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে উত্তরার মানুষের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৬-১৭ বছর ধরে দেশের মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক অধিকারসহ মৌলিক সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এসব অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে অনেক মানুষ তাদের স্বজন হারিয়েছেন।

তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থান সফল করতে উত্তরার মানুষ বড় ভূমিকা রেখেছে। ছাত্র-জনতার আন্দোলনে উত্তরাবাসীর অবদান আগামী দিনের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

একই সঙ্গে ভবিষ্যতে যেন আর কোনো ফ্যাসিস্ট শক্তি জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান।

উত্তরার গ্যাস সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, নিয়মিত বিল পরিশোধ করলেও এলাকাবাসী ঠিকমতো গ্যাস পাচ্ছে না। এটি শুধু উত্তরার নয়, সারাদেশের সমস্যা। বিগত সময়ে নতুন গ্যাসকূপ অনুসন্ধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, এই সমস্যা সমাধানে নতুন গ্যাসকূপ অনুসন্ধান ও শিল্পকারখানা স্থাপনের উদ্যোগ নিতে হবে।

এ ছাড়াও পানি সংকট দূর করা, জলাবদ্ধতা নিরসন এবং যানজট কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানান বিএনপি চেয়ারম্যান।

তারেক রহমান বলেন, গণতন্ত্র সুসংহত করা গেলে দেশের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব। এজন্য জনগণকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা থেকে ময়মনসিংহে নির্বাচনী সমাবেশে যোগ দিতে রওনা হন তারেক রহমান। সেখানে সমাবেশ শেষে তিনি গাজীপুরের উদ্দেশ্যে যাত্রা করেন। রাত ১২টার দিকে সমাবেশ শেষ করে ঢাকায় ফেরেন। এ সময় তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

ম্যাংগোটিভি আরএইচ

Share.
Exit mobile version