সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

বিমানবন্দরে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।

গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য নুর সিঙ্গাপুরে যান। তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কার্যালয়ে বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় নুরসহ অনেকে আহত হন। দেশে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বিদেশে পাঠানো হয়।

Share.
Exit mobile version