Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শেরপুরের সহিংসতায় উদ্বেগ, শান্ত থাকার আহ্বান সরকারের

    জানুয়ারি ২৯, ২০২৬

    আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

    জানুয়ারি ২৮, ২০২৬

    আগে এক লাখ টাকা ঘুস দিতে হতো, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী

    জানুয়ারি ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, January 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চলছে ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো, স্মার্টফোন ও প্রযুক্তিপণ্যে সর্বোচ্চ ৪০% ছাড়
    বিজ্ঞান ও প্রযুক্তি

    চলছে ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো, স্মার্টফোন ও প্রযুক্তিপণ্যে সর্বোচ্চ ৪০% ছাড়

    By adminজানুয়ারি ২৮, ২০২৬4 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’-এ দর্শনার্থীদের ভিড় জমেছে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আয়োজিত চার দিনব্যাপী এই প্রদর্শনীতে স্মার্টফোনসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যে মিলছে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। ইনোভেশন, ডিজিটাল ডিভাইস, মোবাইল, ই-স্পোর্টস, বিটুবি এবং ডিজিটাল ডিভাইস—এই ছয়টি জোনে বিভক্ত এক্সপোতে দেশি-বিদেশি প্রযুক্তি ব্র্যান্ডের পাশাপাশি স্থানীয় উদ্ভাবনী পণ্য প্রদর্শিত হচ্ছে। স্মার্ট ডিভাইস, ফিনটেক, হেলথটেক, এডুটেক ও ইন্ডাস্ট্রি ৪.০-কেন্দ্রিক প্রযুক্তিপণ্যের মাধ্যমে দেশীয় উদ্ভাবনের সক্ষমতা তুলে ধরা হচ্ছে। একই সঙ্গে প্রযুক্তির ব্যবহারিক ও বাণিজ্যিক দিক নিয়ে চলছে বিভিন্ন সেমিনার ও আলোচনা।

    বুধবার (২৮ জানুয়ারি) এক্সপোর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘এই এক্সপো শুধু একটি প্রদর্শনী নয়, এটি বাংলাদেশের সক্ষমতার এক সুদূরপ্রসারী অঙ্গীকার। এর মাধ্যমে আমরা বিশ্বকে জানাতে চাই—বাংলাদেশ এখন আর কেবল সস্তা শ্রম বা আউটসোর্সিংয়ের দেশ নয়, আমরা বিশ্বমানের ডিজিটাল ডিভাইস উৎপাদন ও উচ্চপ্রযুক্তির উদ্ভাবক দেশ।’

    তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাত জাতীয় উন্নয়নের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), বিগ ডেটা, ক্লাউড কম্পিউটিং, ব্লকচেইন, সেমিকন্ডাক্টর ডিজাইন, রোবোটিক্স ও গ্রিন টেকনোলজির মতো ফ্রন্টিয়ার টেকনোলজি বাংলাদেশের অর্থনীতিকে নতুন দিগন্তে নিয়ে যাবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম।

    বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, এই এক্সপোতে শিক্ষার্থীদের উদ্ভাবনী সক্ষমতা এবং দেশীয় প্রযুক্তিপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে সময়োপযোগী জ্ঞানভিত্তিক সেমিনার আয়োজনের পাশাপাশি স্মার্ট ডিভাইস ও শিল্পভিত্তিক প্রযুক্তিপণ্যের মাধ্যমে স্থানীয় উদ্ভাবনকে উৎসাহিত করা হচ্ছে।

    যেসব ছাড় অফার থাকছে;
    মেলায় বিভিন্ন পণ্যে ছাড় ও অফারের বিষয়ে জানানো হয়, কম্পিউটারের পাশাপাশি ৪০ শতাংশ ব্র্যান্ড ফোনে ছাড় পাচ্ছেন গ্রাহক। দেখা মিলছে স্যামসাং-টেকনোর তিন ভাঁজের স্মার্টফোন। অনার এনেছে ডিপ ফেইক ভিপ ফেইক ভিডিও শনাক্তের ডিভাইস আনছে অনার। শাওমি দিচ্ছে ছাড় ও ১০ হাজার টাকা সমমূল্যের উপহার। ভাগ্যবানদের জন্য লেনেভো দেবে ই-বাইক।

    অনার
    দেশের বাজারে আনুষ্ঠানিকভাবে নিজেদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ম্যাজিক৮ প্রো’ উন্মোচন করেছে অনার বাংলাদেশ। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র (বিসিএফসিসি)–তে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ ফোনটি তুলে ধরা হয়। এই আয়োজনে গোল্ড স্পনসর হিসেবে অংশ নেয় অনার বাংলাদেশ। মিলছে ছাড়। এছাড়াও অনুষ্ঠানে অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুওসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এক্সপো ২০২৬ দর্শনার্থীদের নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দেয়।

    শাওমি
    এক্সপো তে এ শাওমি পণ্য কিনলেই থাকছে ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় ও নিশ্চিত উপহার। নিশ্চিত উপহার হিসেবে থাকছে জুসার থেকে শুরু করে হেডফোন, ইয়ারবাড, হুডি, মগ, ফ্লাস্ক, ও ব্র্যান্ডেড টিশার্ট। এছাড়া র‍্যাফেল ড্রর মাধ্যমে প্রতিদিন শাওমি ফ্যানরা জিতে নিতে পারেন শাওমির রেডমি নোট ১৫ স্মার্টফোনটি। শাওমি বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬–এ অংশ নিতে পেরে এবং সরাসরি শাওমি ফ্যানদের সঙ্গে যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।শাওমির স্টলটিতে উচ্চ কার্যক্ষমতার শাওমি এয়ার পিউরিফায়ার যুক্ত করা হয়েছে, যা দূষিত বাতাসকে সর্বোচ্চ ৯৯.৯৭ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ করতে সক্ষম।

    স্যামসাং
    প্লাটিনাম স্পনসর হিসেবে এক্সপোতে স্যামসাং তাদের সর্বশেষ সংযোজিত স্মার্টফোন ও ট্যাবলেটগুলো প্রদর্শন করছে। পাশাপাশি, আধুনিক বিভিন্ন ডিভাইসে সর্বোচ্চ ৭০,০০০ টাকা পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি, যা উদ্বোধনী দিনে দর্শনার্থী এবং প্রযুক্তিপ্রেমীদের জন্য মূল আকর্ষণ হয়ে ওঠে। এ উপলক্ষে স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশ ব্রাঞ্চ অফিসের এমএক্স ডিভিশনের ডিরেক্টর ও হেড অব বিজনেস মোহাম্মদ মাসুদুল হক ভূঁইয়া বলেন, ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে প্রযুক্তির ভূমিকা তুলে ধরার একটি শক্তিশালী প্ল্যাটফর্ম। প্লাটিনাম স্পনসর হিসেবে এমন একটি উদ্যোগের পাশে থাকতে পেরে আমরা গর্বিত।

    ভিভো
    এই প্রদর্শনীতে ভিভো স্মার্টফোনপ্রেমীদের জন্য নিয়ে এসেছে সাশ্রয়ী কেনাকাটার একাধিক বিশেষ সুযোগ। নির্দিষ্ট মডেলের স্মার্টফোন ও স্মার্ট ডিভাইসে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার। বাই ওয়ান গেট ওয়ান অফারে ভি৬০, ভি৬০ লাইট ফোরজি ও ফাইভজি-এর সঙ্গে দেওয়া হবে রিরো ডাব্লিউ১০ স্মার্টওয়াচ, এস৯০ পাওয়ারব্যাংক, এবং এল১৮ ইয়ারবাডস। একই সঙ্গে ওয়াই০৪, ওয়াই৪০০ ও ওয়াই২১ডি-এর সঙ্গে পাওয়া যাবে ডি১০ চার্জিং ক্যাবল, এল০৬ ইয়ারবাডস এবং নেকব্যান্ড। এর পাশাপাশি, দর্শনার্থীরা প্রদর্শনী মেলায় ভিভোর প্রিমিয়াম স্মার্টফোন এক্স৩০০ প্রো সরাসরি কিনতে পারবেন।

    এছাড়াও, থাকছে মাত্র ২৯৯ টাকায় মেম্বারশীপ কার্ড, ভি ও ওয়াই সিরিজের নির্দিষ্ট কিছু ফোনে স্পেশাল প্রোডাক্ট অফার, এনআইডি ও বিকাশ স্টেটমেন্টের মাধ্যমে ৬ মাস পর্যন্ত মোমো কিস্তির সুযোগ। শুধু তাই নয়, র‍্যাফেল ড্র তে আকর্ষনীয় পুরষ্কা্রের পাশাপাশি সাথে পাওয়া যাবে রিরোর প্রোডাক্ট এ ১০% পর্যন্ত ডিসকাউন্ট এবং নির্দিষ্ট ৫ টি ব্যাংকে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই এর সুযোগ।

    এছাড়াও টেকনো, এইচপিসহ আরও বেশ কিছু ব্র্যান্ড ছাড় দিচ্ছে। প্রদর্শনীর ইনোভেশন জোনে নিজেদের বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করছেন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। চার দিনের এ প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত। ৩১ জানুয়ারি শেষ হবে এ প্রযুক্তি মেলা। এই প্রদর্শনীতে বিনা মূল্যে প্রবেশের সুযোগ থাকলেও অনলাইনে অথবা প্রদর্শনী প্রাঙ্গণে নিবন্ধন করতে হবে।

    চার দিনের প্রদর্শনীতে গোল্ড স্পন্সর হিসেবে থাকছে ইপসন, অনর, এইচপি, লেনোভো, অপো, স্যামসাং, টেকনো ও শাওমি। সিলভার স্পন্সর হিসেবে থাকছে এসার, গিগাবাইট, নেটিস, টিপি-লিংক ও ইউসিসি। এছাড়া স্টারলিংক পার্টনার হিসেবে থাকছে স্টারলিংক ফিলিসিটি আইডিসি।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলাদেশের নির্বাচন নিজস্ব উদ্যোগে পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র
    Next Article যারা নির্বাচনে নেই, তারাই নির্বাচন বাধাগ্রস্তের অপচেষ্টা করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

    Related Posts

    শেরপুরের সহিংসতায় উদ্বেগ, শান্ত থাকার আহ্বান সরকারের

    জানুয়ারি ২৯, ২০২৬

    আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

    জানুয়ারি ২৮, ২০২৬

    আগে এক লাখ টাকা ঘুস দিতে হতো, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী

    জানুয়ারি ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    শেরপুরের সহিংসতায় উদ্বেগ, শান্ত থাকার আহ্বান সরকারের

    আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি: মির্জা ফখরুল

    আগে এক লাখ টাকা ঘুস দিতে হতো, এখন লাগে ১০ লাখ: আজম জে চৌধুরী

    ব্যাংক খাতের ধস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে: পরিকল্পনা উপদেষ্টা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫